প্রকাশ্যে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। রোমান্টিক ইমেজ ভেঙে ভয়ংকর ও রক্তাক্ত এক নতুন অবতারে হাজির হয়েছেন এই অভিনেতা। ফার্স্ট লুক প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভয়ংকর লুকে নেটদুনিয়ায় তোলপাড়

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ফার্স্ট লুকটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। অচেনা এই রূপে সিয়াম আহমেদ এখন সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

অস্ত্র আর রহস্যে ভরা ফার্স্ট লুক

১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাদা স্যুট-বুট পরে বাথটাবের পাশে দাঁড়িয়ে আছেন সিয়াম। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। বাথটাবে পড়ে থাকা একটি মৃত বাঘের দিকে গুলি ছুড়তে দেখা যায় তাকে। চোখেমুখে ধ্বংসাত্মক অভিব্যক্তি আর দাঁতে কামড়ে ধরা গোলাপ পুরো দৃশ্যে রহস্য ও আতঙ্কের আবহ তৈরি করেছে।

‘খাইয়া দিমু’ সংলাপে কৌতূহল

ফার্স্ট লুক জুড়ে সিয়ামকে বলতে শোনা যায় মাত্র একটি সংলাপ—“খাইয়া দিমু।” এই সংলাপটি দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ডার্ক থ্রিলারের ইঙ্গিত

ফার্স্ট লুক দেখার পর অনেক দর্শকের মনে প্রশ্ন উঠেছে, তবে কি এবার পর্দায় একটি ডার্ক থ্রিলার নিয়ে আসছেন সিয়াম আহমেদ?

এফডিসিতে ফার্স্ট লুক উন্মোচন

ফার্স্ট লুক প্রকাশ উপলক্ষে বুধবার এফডিসিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও নির্মাতারা।

চরিত্রের জন্য ৯ মাসের প্রস্তুতি

অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, ‘রাক্ষস’-এর চরিত্রটির জন্য তাকে টানা ৯ মাস কঠোর পরিশ্রম করতে হয়েছে। তিনি বলেন, এই সিনেমায় ভালোবাসা থেকে কীভাবে একজন মানুষ সহিংস হয়ে উঠতে পারে, সেটিই মূল গল্প।

নায়িকা ও বিদেশি লোকেশনের চমক

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, ছবিটির কিছু অংশের শুটিং হবে দেশের বাইরে, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায়।

ঈদে মুক্তির পরিকল্পনা

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং শেহরিন সুমি প্রযোজিত সিনেমা ‘রাক্ষস’ আগামী বছরের যেকোনো ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *