আগামীকাল রিলিজ হচ্ছে কারাগার পার্ট ২ (ভিডিও)
বহুল প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল বৃহস্পতিবার রিলিজ হতে যাচ্ছে সময়ের আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’ এর দ্বিতীয় অংশ। হইচইয়ে ‘তাকদীর’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন এ সিরিজটির প্রথম পার্ট স্ট্রিমিং হয়েছিল গত আগস্টে।
এর আগে, হইচইয়ের ছয় বছর পূর্তি অনুষ্ঠানে ‘কারাগার পার্ট ২’ এর সম্ভাব্য স্ট্রিমিং সিডিউল হিসেবে ডিসেম্বরের কথা জানানো হয়েছিল। এই সিরিজের পার্ট ২ এর জন্য দর্শকদের চাহিদা ছিল আকাশচুম্বী। অনেক জল্পনা-কল্পনার পর হইচই শেষ পর্যন্ত ‘কারাগার পার্ট ২’ রিলিজ করছে আগামীকাল।
কারাগার পার্ট ২ এর ব্যাপারে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী জানান, এই পার্টে দর্শক পার্ট ওয়ানের চরিত্রদেরকেই আবার দেখতে পাবেন, কিন্তু একটু বিস্তারিতভাবে। পার্ট ওয়ানের যেসব দৃশ্য বা ঘটনা দর্শক মনে প্রশ্নের সঞ্চার ঘটিয়েছিল পার্ট ২ তে এবার সেসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
উল্লেখ্য, এ বছরই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পায় শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘কারাগার: পার্ট ১;। এরপর পার্ট ২ এর জন্য দর্শকের প্রতীক্ষার শুরু হয়। সেই প্রতিক্ষার প্রহর অবশেষে শেষ হতে চলেছে।