জনপ্রিয় ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় কিস্তি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মুক্তির তারিখ ঘোষণার কয়েক দিনের মধ্যেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ঘনিষ্ঠ সূত্রের তথ্য
এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, প্রযোজনা সংস্থার সঙ্গে আর্থিক সমঝোতা না হওয়ায় অক্ষয় খান্না ‘দৃশ্যম ৩’ প্রজেক্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা কিংবা প্রযোজক পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘ধুরন্ধার’-এ প্রশংসিত অভিনয়
সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধার’ সিনেমায় ‘রেহমান ডাকাত’ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অক্ষয় খান্না। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই চরিত্রটি বক্স অফিসে সাফল্য পায় এবং আলোচনায় আসে।
মুক্তির তারিখ ঘোষণা
‘দৃশ্যম ৩’-এর প্রধান অভিনেতা অজয় দেবগন সম্প্রতি জানান, নতুন বছরের ২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে। এই ঘোষণার পরপরই অক্ষয় খান্নার প্রজেক্ট ছাড়ার খবর প্রকাশ্যে আসে।
‘দৃশ্যম ২’-এ অক্ষয় খান্নার চরিত্র
২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ সিনেমার মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হন অক্ষয় খান্না। সেখানে তিনি আইজি তরুণ আহলাওয়াত চরিত্রে অভিনয় করেন। টাবু অভিনীত মীরা দেশমুখের সহকর্মী হিসেবে তার চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সফল বছরে নতুন মোড়
২০২৫ সাল অক্ষয় খান্নার ক্যারিয়ারের অন্যতম সফল সময় হিসেবে বিবেচিত হচ্ছে। ‘ছাবা’ সিনেমায় আওরঙ্গজেব চরিত্রে অভিনয়ের পর ‘ধুরন্ধার’-এ রেহমান ডাকাতের ভূমিকায় তাকে আবারও আলোচনায় দেখা যায়। দুটি সিনেমাই বছরের সর্বাধিক আয়কারী ছবির তালিকায় স্থান পেয়েছে।
সামনে নতুন প্রজেক্ট
‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ালেও অক্ষয় খান্নার হাতে রয়েছে একাধিক নতুন কাজ। শিগগিরই তাকে দেখা যাবে তার প্রথম তেলুগু সিনেমা ‘মহাকালী’-তে, যেখানে তিনি অসুরগুরু শুক্রাচার্য চরিত্রে অভিনয় করবেন।




