মেসির অনুষ্ঠানে দর্শকদের ভাঙচুর, নিরাপত্তায় সরে যান শাহরুখ

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে এক নজর দেখতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়েছিল দর্শক। উপস্থিত ছিলেন বলিউডের কিং খান শাহরুখ খানও। তবে আনন্দঘন সেই আয়োজন মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খলায়। ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর শুরু হলে নিরাপত্তাজনিত কারণে দ্রুত স্থান ত্যাগ করেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

শনিবার নির্ধারিত সময় মেসি স্টেডিয়ামে পৌঁছানোর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল যুবভারতী। কিন্তু মেসি মঞ্চে উঠতেই পরিস্থিতি পাল্টে যায়। আয়োজক ও উপস্থিত অনেকেই সেলফি তুলতে এগিয়ে আসেন তার দিকে। প্রায় পঞ্চাশজন মানুষ তাকে ঘিরে ধরেন, তিনি যেদিকেই নড়েছেন সেদিকেই ভিড় সরে যায়।

এই বিশৃঙ্খলায় স্ট্যান্ডে বসে থাকা বহু দর্শক, যারা বিপুল অর্থ ব্যয় করে প্রিয় ফুটবলারকে দেখতে এসেছিলেন, এক ঝলক দেখার সুযোগও পাননি। ক্ষোভে ফেটে পড়ে তারা। কেউ মাঠে বোতল ছুঁড়ে মারেন, কেউ চেয়ার ও ব্যারিকেড ভাঙচুর করেন, এমনকি পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানান।

যদিও এই ঘটনাগুলো মেসির নজরে আসেনি। পরিস্থিতির আঁচ পেয়ে আগেই তাকে নিরাপদে মাঠ থেকে সরিয়ে নেন আয়োজকরা।

এদিকে মাঠে হট্টগোল শুরু হতেই শাহরুখ খানও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। কড়া নিরাপত্তার মধ্যে সন্তান আব্রামকে সঙ্গে নিয়ে তাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সেখান থেকেই তিনি সরাসরি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *