মেসির সঙ্গে দেখা করতে যাচ্ছেন শাহরুখ খান

ফুটবল মহাতারকা লিওনেল মেসি আগামী ১৩ ডিসেম্বর ভারতে আসছেন, আর তার সফরকে ঘিরে কলকাতায় তৈরি হচ্ছে বাড়তি উত্তেজনা। এই সফরে আরেকটি চমক হিসেবে থাকতে পারেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। শোনা যাচ্ছে, একই মঞ্চে দাঁড়াতে পারেন বিশ্ব ফুটবল ও বিনোদন জগতের এই দুই জনপ্রিয় মুখ—যা কলকাতার দর্শকদের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে পারে।

দীর্ঘ অপেক্ষার পর ১৩ ডিসেম্বর মেসির কলকাতা আগমনের দিন প্রায় এসে গেছে। ফুটবলভক্তরা তাকে সরাসরি দেখার আনন্দে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অন্যদিকে, ২ নভেম্বর জন্মদিনে কলকাতায় যাওয়ার ইঙ্গিত দেওয়া শাহরুখ এবার ‘এক্স’-এ (টুইটার) একটি পোস্টে স্পষ্ট করে লিখেছেন—“এইবার কলকাতায় নাইট প্ল্যান নয়, দিনের সময়ই হবে মেসি রাইড।”

তার এই বার্তাই জানিয়ে দেয় যে তিনি ক্রিকেট নয়, ফুটবলের ইভেন্টে যোগ দিতেই কলকাতায় আসছেন। শাহরুখ নিশ্চিত করেছেন, ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে তিনি স্বেচ্ছায় উপস্থিত থাকবেন। ফলে মেসি ও শাহরুখের একসঙ্গে উপস্থিতি নিঃসন্দেহে কলকাতাবাসীর জন্য এ বছরের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে।

উল্লেখ্য, লিওনেল মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। এ সময় তিনি প্রথমে কলকাতা, পরে মুম্বাই এবং সর্বশেষ দিল্লি সফর করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *