আসছে আমিরের ‘থ্রি ইডিয়টস ২’! মাধবন ও করিনার সঙ্গে আর কারা থাকছেন সিক্যুয়েলে?

হিন্দি সিনেমার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান অভিনীত কালজয়ী ব্লকবাস্টার থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল অবশেষে তৈরি হতে যাচ্ছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে ঝড় তোলে এবং ভারতীয় সিনেমায় নতুন অধ্যায় রচনা করে। ছবিটিতে আমিরের সঙ্গে ছিলেন করিনা কাপুর খান, আর. মাধবন ও শারমান যোশী—যাদের কেমিস্ট্রি আজও দর্শকদের মনে গেঁথে আছে।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি ‘৩ ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ২০২৬ সালেই শুরু হবে শ্যুটিং। আরও বড় খবর হলো—মূল ছবির একই আইকনিক তারকা কাস্ট ফিরছেন সিক্যুয়েলে। অর্থাৎ, আমির খান, করিনা কাপুর খান, আর. মাধবন এবং শারমান যোশী সবাই ফিরে আসছেন নতুন গল্পে।

সিক্যুয়েলের গল্প কেমন হতে পারে?

সূত্র জানাচ্ছে, টিমটি দারুণ উত্তেজিত। তাঁদের বিশ্বাস, সিক্যুয়েল যদি প্রথম ছবির মতো আবেগ, বন্ধুত্ব আর মজার মিশেলে সাজানো হয়, তাহলে আবারও হবে ম্যাজিক।
কাহিনি এগোবে থ্রি ইডিয়টস-এর ক্লাইম্যাক্সের প্রায় ১৫ বছর পর—যখন র্যাঞ্চো, ফারহান ও রাজু নিজেদের পথ আলাদা করেছে। সেই বিচ্ছেদের পর জীবনে কত পরিবর্তন এসেছে, কীভাবে আবার তারা মিলিত হবে—সেই নিয়েই তৈরি হবে নতুন অধ্যায়।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, আমির খান ও রাজকুমার হিরানি তাঁদের পরিকল্পিত দাদাসাহেব ফালকে–বায়োপিক আপাতত স্থগিত করেছেন, কারণ স্ক্রিপ্ট তাঁদের সন্তুষ্ট করতে পারেনি।

দর্শকদের জন্য এখন অপেক্ষা শুধু একটি জিনিসের—‘থ্রি ইডিয়টস’-এর সেই জাদু আবার ফিরে আসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *