জেমস বন্ড হচ্ছেন শাহরুখ খান ?

২০২১ সালে শেষবার পর্দায় দেখা গিয়েছিল জেমস বন্ডকে। এর পর চার বছর কেটে গেলেও এখনো জানা যায়নি, কে হবেন পরবর্তী ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট। সাম্প্রতিক সময়ে এ প্রশ্ন ঘুরে এসেছে শাহরুখ খানের কাছেও— তিনি কি কখনো জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করবেন?

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লন্ডনে সম্প্রতি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র কিংবদন্তি চরিত্র রাজ–সিমরনের ব্রোঞ্জমূর্তি উন্মোচনে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও কাজল। সেখানেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাঁদের সঙ্গে কথা বলে।

বিবিসির প্রশ্ন— এখন তো শাহরুখ নিয়মিত অ্যাকশন সিনেমা করছেন, তাহলে কি তিনি জেমস বন্ড হওয়ার কথা ভাবছেন? হেসে শাহরুখ জানান, “না, আমার উচ্চারণ বন্ডের মতো নয়। তার পছন্দের ‘শেকেন মার্টিনি’ও আমার খুব পছন্দ না। সত্যি বলতে, আমি খুব বেশি অ্যাকশন সিনেমা করিনি। যদিও সবসময়ই করতে চেয়েছি। কিন্তু আমার জীবনে কাজল আসার পর রোম্যান্টিক সিনেমাই বেছে নিতে হয়েছে। কাজলের বিপরীতে তো অ্যাকশন করা যায় না!”

কাজল মজার ছলে বলেন, শাহরুখ তাঁর বাইরে অন্য অনেক সিনেমা করেছেন। জবাবে ‘কিং খান’ জানান, “হ্যাঁ, করেছি। তবে যেসব সিনেমা আমাদের পরিচিত করেছে, সেগুলো আমরা একসঙ্গে করেছি— এটা অস্বীকার করার উপায় নেই। কিছু অ্যাকশন সিনেমা আমি করেছি, কারণ মনে হয়েছে পারব। একটু দেরিতে করলেও খুব উপভোগ করেছি। আর জেমস বন্ডকে না চিনলেও শন কনারিকে অবশ্যই চিনি!”

বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর নতুন ছবি ‘কিং’–এর কাজে। সর্বশেষ তাঁকে দেখা গেছে ২০২৩ সালের ‘ডানকি’ সিনেমায়। একই বছরে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার ‘জাওয়ান’ ও ‘পাঠান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *