বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় চলছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, ভিডিওটি ধারণ করা হয় ২৮ নভেম্বর। সেদিন ব্যক্তিগত এক অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরুতে ছিলেন আরিয়ান। সফরের মাঝে অশোকনগর পুলিশ স্টেশনের আওতাধীন একটি পাব-এ কন্নড় অভিনেতা জায়েদ খানসহ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি।
পাবের সামনে ভিড় করা ভক্তদের উদ্দেশে প্রথমে হাত নেড়ে শুভেচ্ছা জানান আরিয়ান। কিন্তু এরপরই ঘটে বিপত্তি—তিনি হঠাৎই ভিড়ের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন। ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় শুরু হয়।

নেটিজেনদের অনেকেই আরিয়ানের বিরুদ্ধে দ্রুত পুলিশি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। এদিকে, ভিডিওটি নিয়ে তুমুল আলোচনা তৈরি হওয়ায় বিষয়টি যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখনো এ ঘটনায় আরিয়ান কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে মাদক মামলায় গ্রেফতারের কারণে আলোচনায় ছিলেন শাহরুখ–পুত্র। ক্রুজ পার্টিতে অভিযুক্ত হওয়ার পর কয়েক সপ্তাহ জেল হেফাজতে ছিলেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিনি সে মামলায় বেকসুর খালাস পান।




