মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমিয়ে নজর কাড়লেন বাঁধন

ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজের পাশাপাশি ফিটনেস নিয়েও সমান সচেতন তিনি। নিয়মিত জিম আর নিয়ন্ত্রিত জীবনযাপনের ফলেই মাত্র ছয় মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুকে ফিটনেস যাত্রার অভিজ্ঞতা ভাগ করে বাঁধন জানান, ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে নামা মোটেও সহজ ছিল না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর অভ্যাস ও জিনগত কারণে ওজন বেড়ে যাওয়াটা সহজ হলেও, কমানোর পথ ছিল বেশ কঠিন।

পোস্টে তিনি লেখেন, ‘চিকিৎসকের সঠিক পরামর্শ, শৃঙ্খলা আর নিজের প্রতি বিশ্বাসই আমাকে এগিয়ে নিয়েছে। মাত্র ছয় মাসে ১৮ কেজি ওজন কমিয়েছি। এই যাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার মেয়ে। সে আমাকে নিয়মিত শরীরচর্চায় উৎসাহ দিয়েছে, জাঙ্ক ফুড থেকে দূরে রেখেছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে। এটা শুধু ওজন কমানো নয়— এটা সুস্থ হয়ে ওঠা, শক্তি অর্জন আর আত্মসম্মান ফিরে পাওয়ার গল্প।’

বাঁধনের এই পরিবর্তন চোখে পড়েছে ভক্তদেরও। সোশ্যাল মিডিয়ায় তার ছিমছাম নতুন ছবিগুলো দেখে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে। কেউ লিখেছেন, ‘আগের আর বর্তমান— দুই লুকই দারুণ।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আপনার শক্তি আরও বাড়ুক।’ কেউ মজা করে লিখেছেন, ‘আমার কাছে তো মোটু বাঁধনই বেশি মিষ্টি লাগত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *