কাজের ব্যস্ততায় থামার সুযোগ নেই বিদ্যা সিনহা মিমের। একের পর এক প্রজেক্টে যুক্ত হয়ে সময়টা দারুণভাবে কাটছে ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর। সেই ব্যস্ততার মধ্যেই এবার যুক্ত হলেন নতুন একটি সিনেমায়। গত ১৩ ডিসেম্বর শিরোনাম এখনো চূড়ান্ত না হওয়া একটি চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন মিম।
সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন কাজী আসাদ। এর আগে তিনি মোশাররফ করিমকে নিয়ে চরকির জনপ্রিয় অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।
ভিন্ন রূপে দেখা যাবে মিমকে
নির্মাতা কাজী আসাদ জানান, সিনেমাটির গল্প আবেগনির্ভর এবং চলতি মাসের মধ্যেই শুটিং শুরু হওয়ার কথা। তিনি বলেন, বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রমাণিত, প্রতিভাবান ও গ্ল্যামারাস অভিনেত্রী। দর্শক সাধারণত তাকে গ্ল্যামারধর্মী চরিত্রেই দেখে অভ্যস্ত। তবে এই সিনেমায় তাকে ভিন্ন এক রূপে উপস্থাপন করার চেষ্টা থাকবে। নতুন চরিত্রের মাধ্যমে দর্শকের সামনে হাজির করাটাই আমাদের চ্যালেঞ্জ।

চরকির সঙ্গে কাজের অভিজ্ঞতা
চরকির সঙ্গে এটি নির্মাতা কাজী আসাদের দ্বিতীয় কাজ—প্রথমটি ছিল সিরিজ এবং এবারেরটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি জানান, চরকির সঙ্গে কাজ করার সবচেয়ে বড় আনন্দ হলো সৃজনশীল স্বাধীনতা। আগের অভিজ্ঞতা থেকে আশা করছি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
চুক্তি স্বাক্ষর ও চরকির বক্তব্য
১৩ ডিসেম্বর দুপুরে চরকির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন মিম। এসময় চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, অসাধারণ একটি গল্পের মাধ্যমে মিমকে চরকির দর্শকদের সামনে তুলে ধরতে পারছি—এটা আমাদের জন্যও আনন্দের। বড় পর্দায় মিম মানেই দর্শকের জন্য বিশেষ কিছু, আর চরকিতেও তার ব্যতিক্রম হবে না। তিনি বিদ্যা সিনহা মিমকে চরকিতে স্বাগত জানান এবং শুভকামনা জানান।
গল্পের টানেই ফিরছেন মিম
চুক্তিবদ্ধ হওয়ার পরপরই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে মনোযোগী হয়ে উঠেছেন মিম। কারণ গল্পটি তার মন ছুঁয়ে গেছে। অভিনেত্রী জানান, গল্প বা কাজের প্রস্তাব নিয়মিতই আসে, তবে পছন্দ না হলে তিনি কাজ করেন না। এ প্রসঙ্গে মিম বলেন, অনেকেই জানতে চান কেন কাজ কম করছি। কারণটা খুব সাধারণ—মনের মতো গল্প পাচ্ছিলাম না। কাজী আসাদ যখন গল্পটি শোনান এবং চরকিতে তার আগের কাজ দেখি, তখন মনে হয় এই কাজটি করা উচিত।
এই সিনেমায় তার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাননি মিম। তবে ইঙ্গিত দিয়েছেন, গল্পের ভেতর দিয়ে তার চরিত্রের একটি শক্তিশালী যাত্রা দেখা যাবে। তিনি বলেন, চরকি দেশের অন্যতম বড় প্ল্যাটফর্ম। এখানকার সিরিজ ও সিনেমা তিনি নিয়মিত দেখেন এবং কাজের মানে মুগ্ধ। নিজের প্রথম চরকি প্রজেক্টটি দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছেন তিনি।
মিম আরও জানান, ২০২৬ সালে তার আরও কিছু নতুন কাজের ঘোষণা আসবে।
নির্মাণ টিম
নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্যে কাজ করেছেন আসাদুজ্জামান আবীর। সিনেমাটিতে ইতোমধ্যে আরও বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।




