হাতে লাল আপেল, ব্লাউজ–জিন্সে অন্য রূপে জয়া আহসান!

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিয়মিতই দুই বাংলার সিনেমায় ব্যস্ত সময় পার করছেন। বলিউডেও নজর কাড়ার পর এবার নতুন করে আলোচিত হয়েছেন তার সাম্প্রতিক লুক ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন সাজে—ব্লাউজের সঙ্গে জিন্সে স্মার্ট ও আকর্ষণীয় অবতারে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৪ মিনিটে তিনি নিজের ফেসবুক পেজে ছয়টি নতুন ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “Don’t be an Apple।” ছবিতে আছে তার চোখে সানগ্লাস, ঠোঁটে হালকা রহস্যময় হাসি—যেন কোনো ইঙ্গিতবহ বার্তা দিচ্ছেন তিনি। সঙ্গে যুক্ত করেছেন নার্গিসের জনপ্রিয় গানের একটি অংশ। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

জয়ার নতুন সাজে দেখা গেছে—লাল রঙের পাথর খচিত ব্লাউজ, সঙ্গে ধূসর জিন্স। কপালে লাল টিপ, খোপায় লাল–সাদা ফুল, চোখে সানগ্লাস আর হাতে পাথরের চুড়ি ও বালা—সব মিলিয়ে একদম ভিন্ন ও নজরকাড়া স্টাইলে হাজির হয়েছেন তিনি। মনে হচ্ছে এ লুকের পেছনে কোনো নতুন ঘোষণার আভাস লুকিয়ে আছে।

আরও একটি বিষয় নজর কেড়েছে—তার হাতে থাকা উজ্জ্বল লাল আপেল। কখনও হাতে ধরে, কখনও ঠোঁটের কাছে এনে পোজ দিয়েছেন তিনি।

এ বছর জয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে—‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’। পাশাপাশি কলকাতায় প্রশংসা পেয়েছে তার অভিনীত ‘ডিয়ার মা’। সামনে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী ২’ মুক্তির অপেক্ষায়। খুব শিগগিরই নিজের নতুন প্রকল্পের খবর জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *