ঢাকায় এসে পৌঁছানোর পরও আয়োজন অনিশ্চিত হয়ে পড়ায় শেষ পর্যন্ত কনসার্ট করতে পারেনি পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস জানায়, নির্ধারিত ভেন্যুর অনুমতি হঠাৎ করেই বাতিল হওয়ায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে; তবে পুরোপুরি বাতিল হয়নি।
‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের এই কনসার্টটি হওয়ার কথা ছিল শুক্রবার বিকেলে। এতে কাভিশ ছাড়াও পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পীর। অনুষ্ঠানস্থল হিসেবে ঠিক করা হয়েছিল মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড।
কনসার্টের একদিন আগে, বৃহস্পতিবার রাতে ঢাকায় আসে কাভিশ। বিমানবন্দরে ব্যান্ড সদস্যদের কয়েকটি ছবি প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান জানায় যে তারা ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে গেছে।
পরবর্তীতে অনুষ্ঠান স্থগিতের খবর জানিয়ে ব্যান্ডটির পক্ষ থেকে একটি ভিডিও বার্তাও প্রকাশ করা হয়। আয়োজকদের দাবি, দেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে—সব প্রস্তুতি, কাগজপত্র, ভেন্যু অনুমতি ও পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা সমাধান করেও—পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানটি সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার। শেষ মুহূর্ত পর্যন্ত আয়োজন চালিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রাইম ওয়েভ কমিউনিকেশনস জানায়, অনুষ্ঠান স্থগিত হলেও বাতিল করা হয়নি। দর্শকদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়ে তারা দুঃখ প্রকাশ করে এবং কাভিশের পাঠানো ভিডিও বার্তাটিও শেয়ার করে।
উল্লেখ্য, এর আগেও জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে পারফর্ম করতে ঢাকা এসেছিল ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় এই ব্যান্ডটি।




