জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ

কিছু নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। জানা গেছে, ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে খুব গোপনে শুটিং চলছিল শুভর নতুন ছবি ‘মালিক’-এর। আর সেই শুটিং চলাকালীনই ঘটে যায় এই দুর্ঘটনা।

সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিও বা দৃশ্য দেখে সিনেমাপ্রেমীদের মাঝে কৌতূহল বেড়ে যায়। সেখানে দেখা যায়, আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন লেগেছে এবং তিনি নিজেই তা নেভানোর চেষ্টা করছেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ‘মালিক’ ছবির একটি অ্যাকশন দৃশ্য ধারণ করার সময় এই ঘটনা ঘটে। স্ক্রিপ্ট অনুযায়ী, শুভর শরীরের নিচের দিকে হালকা আগুন ছুঁয়ে যাবে—এমনই ছিল পরিকল্পনা। কিন্তু ক্যামেরা রোল করার পর আগুন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তেই তার পায়ে লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা আরও উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয়।

আরিফিন শুভ

ইউনিট সূত্র জানায়, প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। তীব্র ব্যথায় কাঁপলেও তিনি চেষ্টা থামাননি। কিন্তু আগুন না কমায় শেষ পর্যন্ত ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান, কিন্তু ততক্ষণে তার পায়ে উল্লেখযোগ্য দগ্ধের ক্ষত হয়।

ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিতে চাইলে শুভ নাকি তা মানতে চাননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার শুটিংয়ে ফেরেন এবং সেই দিনের কাজ শেষ না করে ফেরেননি। বর্তমানে পায়ে আঘাত থাকা সত্ত্বেও তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনা নিয়ে এখনো পরিচালকের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি কবে ঘটেছে, তাও পরিষ্কার নয়।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে অ্যাকশনধর্মী ছবি ‘মালিক’–এর, যেখানে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ছবির চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *