BollywoodHit NewsSpecial

পোশাক নিয়ে নিজ ছেলেরই রসিকতার শিকার মালাইকা! (ভিডিও)

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই কটাক্ষের শিকার হতে হয় মালাইকা আরোরাকে। হাঁটা চলা, পোশাক সবকিছু নিয়েই চলে ঠাট্টা-বিদ্রুপ। তবে এসবের কোনো কিছুকেই খুব একটা পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। ৪৮ বছর বয়সেও মালাইকার মতো কর্মক্ষম তারকা বলিউডে কমই রয়েছেন।

তারপরও এবার ছেলে আরহানের রসিকতা মুখে পড়তে হয়েছে মালাইকাকে। রাখা ঢাক না রেখেই মাকে নিয়ে ঠাট্টা করলেন আরহান। মালাইকার পোশাকের তুলনা করলেন ন্যাপকিনের সঙ্গে।

সম্প্রতি মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’-তে দেখা যাবে ছেলে আরহানকে। সেখানেই আড্ডা মারছেন মা-ছেলে। সেখানেই মালাইকার পরনে ছিল একটি সাদা ক্রপ টপ, তার সঙ্গে বেইজ রঙে প্যান্ট। সেটা দেখেই হেসে ফেললেন আরহান। মায়ের পোশককে টেবিলে রাখা ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন।

শুধু তাই নয় এরপর বললেন, তোমাকে পুরো জেলখানার কয়েদিদের মতো লাগছে।

মালাইকা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সিনেমা নিয়ে পড়াশোনা করছেন। করণ জোহরের সঙ্গে সহকারী পরিচালকের কাজও করছেন। তবে খান পরিবারের পরবর্তী প্রজন্ম আরহানের বলিউডে অভিষেক হবে কবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পেছনে থাকতে স্বচ্ছন্দ আরহান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button