১৩ দিনে ৬৪০ কোটি আয় ‘ধুরন্ধর’-এর

বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকে দর্শক টানার এই ধারা এখনও থামেনি। গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি ১৩ দিনের মাথায় দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় ৬৪০ কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে।

ভারতীয় বিভিন্ন বক্স অফিস ট্র্যাকিং রিপোর্ট অনুযায়ী, ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন প্রায় ৪১১ কোটি টাকা। গ্রস হিসাবে দেশীয় বাজার থেকেই আয় দাঁড়িয়েছে প্রায় ৪২৮ কোটি টাকার কাছাকাছি। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছিল ২৮ কোটিরও বেশি, যা শুরু থেকেই সিনেমাটির শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দেয়।

শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও উল্লেখযোগ্য সাড়া ফেলেছে ‘ধুরন্ধর’। সর্বশেষ তথ্যানুসারে, ওভারসিজ বাজার থেকে সিনেমাটির আয় ১৩০ কোটির বেশি, ফলে বিশ্বব্যাপী মোট কালেকশন এখন প্রায় ৬৪০ কোটি টাকার ঘরে পৌঁছেছে।

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও আয় ধরে রাখতে পারায় চলতি বছরের আলোচিত বাণিজ্যিক সাফল্যের তালিকায় জায়গা করে নিয়েছে সিনেমাটি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, সামনে দিনগুলোতেও ‘ধুরন্ধর’-এর মোট আয়ে আরও সংযোজন হতে পারে।

অদিত্য ধরের পরিচালনায় নির্মিত এই সিনেমায় পাকিস্তানের লিয়ারি এলাকার গ্যাংস্টারদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘাতের গল্প তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। পাশাপাশি রহস্যময় নারী চরিত্রে সারা অর্জুন দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল তৈরি করেছেন।

সিনেমাটি প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *