অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন গত ২৯ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
চার্জশিট দাখিলের তথ্য নিশ্চিত
সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর অভিযোগপত্র উপস্থাপন করা হবে। মামলায় বর্তমানে নোবেল জামিনে রয়েছেন।

অভিযোগপত্রে যা বলা হয়েছে
চার্জশিটে উল্লেখ করা হয়, নোবেল বাদীকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করেন এবং ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। তাঁর কথামতো না চললে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় বাদীকে মারধরের অভিযোগও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও ঘটনার সূত্রপাত
অভিযোগে বলা হয়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে এক ইডেন কলেজ শিক্ষার্থীর পরিচয় হয়। গত বছরের ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয় তাঁকে।
বাসায় আটকে রাখা ও ফোন ভাঙার অভিযোগ
বাদী বাসা থেকে বের হতে চাইলে নোবেলসহ আরও দুই-তিনজন তাঁকে আটকে রাখেন এবং তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেন। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ফোনটি ভেঙে ফেলার অভিযোগও আনা হয়েছে।
গ্রেপ্তার, বিয়ে ও জামিনের ঘটনা
ঘটনার দিনই নোবেলকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের অনুমতি নিয়ে ২০ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ওই তরুণীর সঙ্গে নোবেলের বিয়ে সম্পন্ন হয়। কাবিন ধার্য করা হয় ১০ লাখ টাকা। চারদিন পর তিনি জামিনে মুক্তি পান।




