ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

করাচির নিজ ফ্ল্যাট থেকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগর আলীর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতের চলচ্চিত্র বিষয়ক পোর্টাল সিয়াসাত ডটকমের তথ্যানুসারে, আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানান, ওই ফ্ল্যাটটির মালিক ভাড়া বাকি থাকায় আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিকেলে ফ্ল্যাটটি খালি করার জন্য পুলিশ সেখানে যায়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ ছিল, এমনকি ব্যালকনির দরজাও বন্ধ করা ছিল। এতে প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ‘মরদেহটি একেবারে পচে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’

জানা গেছে, গত সাত বছর ওই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা আসগর। ২০২৪ সাল থেকে তিনি বাড়িভাড়া পরিশোধ করেননি। তার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হুমায়রার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *