Binodon HitsDrama

৯ বছর পর এই নির্মাতার সঙ্গে তিশা

তানজিন তিশাবর্তমানে রাঙামাটিতে ব্যস্ত আছেন দুটি নাটক নিয়ে। সেগুলো শেষে ঢাকায় ফিরে শুরু করবেন অন্যান্য কাজ। এসবের মধ্যে জানা গেল তিশার নতুন খবর। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। কয়েকদিন আগে এর একটি বিজ্ঞাপনের শুটিং করেন। যেটি পরিচালনা করেন অমিতাভ রেজা চৌধুরী। আর এর মধ্য দিয়ে ৯ বছর পর এই নির্মাতার সঙ্গে কাজ করলেন তিশা। ২০১২ সালে অমিতাভের একটি বিজ্ঞাপন দিয়েই পরিচিত পান এই অভিনেত্রী।

এদিকে ইউটিউবে তানজিন তিশার ২১টি নাটক কোটি ভিউ পেরিয়েছে। তবে ইউটিউবে এই ভিউয়ের হিসাবকে কাজের মানদ- ভাবছেন না এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দর্শক নাটকগুলো পছন্দ করেছে বলে ভিউয়ের সংখ্যা এই পর্যন্ত এসেছে। এটি অবশ্যই আনন্দের খবর। ভক্তদের ভালোবাসা আগামীতে আরও অনুপ্রেরণা জোগাবে। তবে ভিউকে কাজে মান হিসেবে বিবেচনা করি না।’

ছোটপর্দার পাশাপাশি এখন ওটিটি প্লাটফর্মেও নিয়মিত হচ্ছেন তিশা। মুক্তির তালিকায় রয়েছে তার প্রথম ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। যেটির পরিচালক সঞ্জয় সমদ্দর। এ ছাড়াও ওটিটির আরও কনটেন্টে দেখা যাবে তিশাকে। তিনি বলেন, ‘ওটিটির কারণে কাজের মানে পরিবর্তন এসেছে। নতুন গল্প ও পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে। সেই সঙ্গে দর্শকের সংখ্যাও বাড়ছে। তাই ভালো মানের কনটেন্ট হলে নিয়মিত কাজ করতে চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button