Binodon HitsHit NewsOthers

সৃজিত-মিথিলার সংসারে ভাঙনের সুর!

অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও তার স্বামী ভারতের নির্মাতা সৃজিত মুখার্জির সামাজিকমাধ্যমের পোস্ট নিয়ে দর্শকের মনে কৌতূহল দেখা দিয়েছে।

শনিবার সৃজিত একাকীত্বে ভরা একটি ছবি প্রকাশ করেছেন অনলাইনে। সেখানে দেখা যায়, সমুদ্রের পাড়ে একটি মৃত গাছে হাত দিয়ে শূন্য দৃষ্টিতে অপলক তাকিয়ে আছেন তিনি।

ছবির ক্যাপশনে সৃজিত লেখেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

এটি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন। নিজের বর্তমান মানসিক অবস্থার সঙ্গে গানটি মানানসই বলেই হয়তো এভাবেই মনের কথা প্রকাশ করেছেন সৃজিত।

সৃজিতের পোস্টের একই সময়ে নতুন করা ফটোশুটের কিছু ছবি প্রকাশ করে মিথিলা। তিনি লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পার?’

মূলত সৃজিত-মিথিলার এ ধরনের পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। নেটিজেনরা মনে করেছেন, শিগগিরই বিচ্ছেদের পথ বেছে নেবেন এই দুই তারকা। যদিও এটা নিয়ে এখনও মুখ খোলেননি তারা।

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০১৭ সালের জুলাই মাসে বিবাহবিচ্ছেদ হয় মিথিলার। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজিকে বিয়ে করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button