Binodon HitsDhallywoodHit News

সুখবর পেলেন শাকিব-বুবলী! (ভিডিও)

বিনোদন পাড়ায় শাকিব-বুবলীকে নিয়ে কম জল ঘোলা হয়নি। তাদের গোপনে বিয়ে এবং সন্তান নিয়ে এক সময় বিনোদন পাড়া ছিল অনেকটাই সরগরম। এরই মধ্যে সুখবর পেলেন ঢাকাই চলচ্চিত্রের এই দুই তারকা।

জানা যায়, তপু খানের পরিচালনায় প্রথম ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’ এ জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-বুবলী। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি জানান, অ্যাকশন, রোমান্স ও সামাজিক সচেতনতার ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি দেখে সেন্সর সদস্যদেরও বেশ উপভোগ্য মনে হয়েছে। গল্পে সমাজ ও দেশের জন্য ইতিবাচক বার্তা আছে। হয়তো দর্শকদের কাছেও ভালো লাগবে।

নির্মাতা তপু খান বলেন, ‘লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের।’

পরিচালক তপু জানান, যেহেতু সেন্সর পেয়েছে লিডার, শিগগিরই মুক্তির বিষয়টি জানাবে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। তারাই সব কিছু দেখাশোনা করছে।

উল্লেখ্য, এই ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button