সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি তোমারই হোক জয়
আজ (৩১ অক্টোবর) সংস্কৃতি অঙ্গনের কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের জন্মদিন। তিনি আজ ৭৫ বছরে পা রাখছেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে ‘তোমারই হোক জয় আসাদুজ্জামান নূর’ শীর্ষক বিশেষ আয়োজন করেছে।
চার দশকের বেশি সময় ধরে নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর। এই দলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন ‘তৈল সঙ্কট’ নাটকে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘রঙের ফানুস’ নাটকে। ‘শঙ্খনীল কারাগার’ সিনেমা দিয়ে দর্শকের নজর কাড়েন এই অভিনেতা।
তার অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে ‘আগুনের পরশমণি’, ‘চন্দ্রকথা’, ‘দারুচিনি দ্বীপ’ উল্লেখযোগ্য। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় তার অভিনয় জীবনের সবচেয়ে আলোচিত চরিত্র। এখনও দর্শক তার মধ্যে বাকের ভাইকেই খুঁজে বেড়ান। আসাদুজ্জামান নূর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হচ্ছে ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘প্রিয় পদরেখা’ ইত্যাদি। বর্তমানে তিনি দেশটিভিতে প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘বেলা অবেলা’ নিয়মিত উপস্থাপনা করেন।