শ্রীলেখার লড়াই এবার আলিয়া, বিদ্যার সঙ্গে
সম্প্রতি ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এ সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমায় অভিনয়ের জন্যই এই মনোনয়ন পেয়েছেন। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, কঙ্কনা সেনের মতো অভিনেত্রীদের সঙ্গে টক্কর দেবেন শ্রীলেখা।
গত বছরের শেষের দিকে বাবাকে হারান শ্রীলেখা। মেয়ের এই প্রাপ্তি তিনি দেখে যেতে পারেননি। তাই আনন্দিত হলেও কিছুটা দুঃখবোধ কাজ করছে শ্রীলেখার। তাই তো ফেসবুকে খুশির খবরটি জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘বাবা এসব দেখে গেলে না। তোমার হাসি হাসি গর্বিত মুখটা দেখতে পাচ্ছি।’
‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমাটি প্রথম থেকেই খবরে আসছে। সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। বিদেশের মাটিতে নজর কেড়েছিলেন শ্রীলেখা। নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও এই সিনেমা পুরস্কার পেয়েছে। তবে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নিতে পারেনি। তা নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝেড়েছিলেন শ্রীলেখা।
মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবটি আগামী ১২ আগস্ট শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলবে। রেড কার্পেটে দেখা যাবে দেশ-বিদেশের তারকা অতিথিদের।