BollywoodHit NewsSpecial

শাহরুখ খান আটক! (ভিডিও)

দুবাই থেকে মুম্বাই ফেরার পথে বিপাকে পড়লেন বলিউড কিং শাহরুখ খান। মুম্বাই বিমানবন্দরে এই অভিনেতাকে আটক করে শুল্ক দফতর। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি। তার কাছে ১৮ লাখ রুপির ঘড়ির কাভার ছিল। ৬ লাখ ৮৩ রুপি দেয়ার পর ছাড়া হয় তাকে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম অনুযায়ী যা যা করতে হতো, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন এই অভিনেতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হওয়ার ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের পক্ষ থেকে।

এদিকে নতুন বছরে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। শাহরুখের সঙ্গে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। ইতোমধ্যেই ছবির ঝলক প্রকাশ্যে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button