BollywoodCultureDance and SongDhallywoodHit NewsHollywoodObituaryOthersOTTPhoto GalleryShooting SpotSpecialTelevisionTheatre

শাহরুখের বাসায় তল্লাশি

বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খানের সঙ্গে দেখা করতে মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়েছিলেন। এরপরই তার মুম্বাইয়ে বাসভবন মান্নাতে তল্লাশি শুরু করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

টাইমস অব ইন্ডিয়ার খবর, আরিয়ানের মামলার তদন্তে বৃহস্পতিবার দুপুরে এনসিবি একটি দল মান্নাতের সামনে হাজির হন। এ সময় তাঁদের হাতে কাগজপত্র ছিল।

এদিকে, একই সময়ে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাসায়ও দেখা গেছে এনসিবির অন্য একটি দলকে।

উঠতি এক বলিউড অভিনেত্রীর সঙ্গে আরিয়ান খান মাদক নিয়ে আলোচনা করেছেন—আদালতে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) এমন একটি প্রমাণ জমা দিয়েছে।

মাদক মামলায় আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করেন মুম্বাই সেশন কোর্ট। এরই মধ্যে জামিন আবেদনের জন্য মুম্বাইয়ের হাইকোর্টে আপিল করেছেন। জানা গেছে, আগামী সপ্তাহে ২৬ অক্টোবর আরিয়ানের জামিনের শুনানি হওয়ার দিন নির্ধারিত হয়েছে।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button