শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন পূজা চেরী (ভিডিও)
কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’ শাকিব খান। ঢালিউডের এই কিং খান দীর্ঘদিন ধরে কাজ দিয়ে না হলেও ব্যক্তি জীবন দিয়ে আলোচনায় এসেছেন ঠিকই। গোপনে বিয়ে-সন্তান-বিচ্ছেদ এ তিনটি শব্দ পিছুই ছাড়ছে না ঢালিউড কিংয়ের। অপু বিশ্বাস, বুবলীর পর সেই তালিকায় নাম যুক্ত হয়েছে নায়িকা পূজা চেরীরও।
শাকিব-বুবলী ও সন্তান বীরের রেশ কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে আরেক নায়িকা পূজা চেরীকে নাকি ‘ধর্মান্তরিত’ করে বিয়ে করেছেন শাকিব খান। গত ২২ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা।
তবে এসব আলোচনার মধ্যেই অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন পূজা চেরী। মঙ্গলবার এ প্রসঙ্গে গণমাধ্যমকে পূজা বলেন, শাকিব খানকে বিয়ে করেছি তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে? আমি নিজেও বুঝতে পারছি না কেন এসব কথা আসছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত। আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। এখন শুটিংয়ে আছি। এখন আমি কাজ ছাড়া কিছুই চিন্তা করছি না।
পূজা চেরি গণমাধ্যমকে আরও বলেন, এমন কিছু হয়ে থাকলে আমি সময় হলেই সব বলবো। একটি দল আমার পিছনে লেগে আছে। যেহেতু শুটিংয়ে আছি বিষয়টি নিয়ে কথা বলে চরিত্র থেকে বের হতে চাই না। সময় হলে সব বলব।
এদিকে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি হুমকিও দিয়েছেন এই নায়িকা। যারা এসব মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পূজা চেরি।
সেখানে তিনি লিখেছেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন সু-অভিনেত্রী হওয়ার। পথে শত বাঁধা আসলে তা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। এবার বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার চলার পথ থামিয়ে দেয়ার চেষ্টা চলছে।
পূজা চেরি লিখেন, যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন!
কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি – দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।
এই হুমকি দেয়ার পাশাপাশি সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন নায়িকা পূজা চেরী। সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক এ কামনাও করেছেন হালের এই জনপ্রিয় নায়িকা।