DhallywoodHit NewsSpecial

‘শাকিব খানের শত্রু শাকিব নিজেই’! (ভিডিও)

দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে গত ১৭ আগস্ট দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। দেশে এসেই হইচই ফেলে দিয়েছেন এই নায়ক। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে ভক্তরা হাজির হন। তাদের ভালোবাসায় সিক্ত হন কিং খান। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য সেখানে গিয়ে টানা নয় মাস থেকেছেন তিনি। এ নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্যও করেছেন। তবে নির্মাতা মালেক আফসারীর ইঙ্গিত ভিন্ন। সাম্প্রতিক কিছু ঘটনা বিশ্লেষণ করে তিনি বলেছেন, ‘শাকিব খানের শত্রু তিনি নিজেই!

এই পরিচালক বলেন, সাধারণ বিচারে, এমন গ্রিন কার্ডের স্বপ্ন দেখতে পারে মফস্বলের একটা যুবক। শাকিব খান কেন করলো? শাকিব কি বোঝে না? নিশ্চয়ই বোঝে। হয়তো ঢাকার পরিবেশ তার জন্য ভালো ছিল না।

শোনা যাচ্ছে, দেশের সিনেমায় শাকিবের সাম্প্রতিক অবস্থান সুবিধাজনক নয়। যারা তার কাছের মানুষ ছিলেন, তাদের অধিকাংশই সরে গেছেন দূরে। এমনকি ঘনিষ্ঠ বন্ধু-প্রযোজকরাই শাকিবের বিরুদ্ধে ভরা মজলিশে কথা বলছেন। এ বিষয়ে মালেক আফসারীর ভাষ্য, যার কোনো বন্ধু নাই, তার শত্রু নাই। আমার দৃষ্টিতে শাকিব খানের বন্ধু একমাত্র তার ভক্তরাই। কিন্তু সিনেমার ভেতরে এই মুহূর্তে তার কোনো বন্ধু আছে কি না আমার জানা নেই। অনেক আপনজন পর হয়ে গেছে।

শনিবার শাকিবকে নিয়ে ইউটিবে বিস্তারিত বলেছেন মালেক আফসারী। তিনি মনে করেন, মানসিকভাবে শান্তিতে নেই শাকিব খান। ঘটনার ধারবাহিকতা বর্ণনা করে আলোচিত এই নির্মাতা বলেন, এসব ঘটেছে ২০১৯ সালের পর থেকে। আমি যতদিন কাছাকাছি ছিলাম আর যা দেখেছি, শাকিব খান, প্রযোজক ইকবাল সাহেব, বুবলী ও তার টিম খুব সুন্দর ছিল। আমাদের কিং খান মানসিকভাবে ভালো নেই। কোনো একটা দুশ্চিন্তায় আছে। ওনার খুব কাছের মানুষ খসরু ভাই। কিন্তু ক’দিন আগে আমরা কী দেখলাম; ‘কিল হিম’ সিনেমার মহরতে উনি সবার সামনে বলে বসলেন, ‘আমার গলুই ছবির টাকা ওঠেনি।’ তার এমন কথায় সবাই কষ্ট পেয়েছে।

‘কিল হিম’ সিনেমার মহরতে শাকিবের বিরুদ্ধে কথা বলেছেন প্রযোজক ইকবালও। এ প্রসঙ্গে মালেক আফসারীর বলেন, “আমি শাকিব খানের অবস্থানে থাকলে একটা ফোন দিতাম ইকবাল সাহেবকে। বলতাম, ‘ভাইজান কই আপনি? বাসায় আসেন আপনার সঙ্গে কথা বলি।’ সামনা-সামনি কথা বলতাম। মিটমাট করতামই। কারণ কথায় বলে, সবচেয়ে কাছের মানুষই বেশি ক্ষতি করতে পারে। সবচেয়ে কাছের মানুষই তো ইকবাল ছিলো আপনার। সে পর হয়ে গেল! খসরু সাহেব পর হয়েছে কিনা জানি না। কিন্তু আমার ধরণা, কথাবার্তা শুনে মনে হয় অনেকেই পর হয়ে গেছে।’’

ব্যক্তিগত হোক কিংবা ইন্ডাস্ট্রির প্রসঙ্গ, শাকিব খান সাধারণত চুপ থাকেন। তবে মাঝেমধ্যে তারও মুখ খোলা উচিত বলে মনে করেন আফসারী। তার মতে, ‘আপনি চুপ থাকেন কেন? মাঝেমধ্যে মুখ খুলবেন। আপনার ভক্তরা কার জন্য প্রতিবাদ করছে? আপনার জন্য। তাই মাঝেমধ্যে আপনিও প্রতিবাদ করবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button