শর্ত অগ্রাজ্য করে ঘরে থাকার কারণ করোনার উপসর্গ
শাহরুখ খানের ছেলে আরিয়ান একাধিক শর্তে জামিন পেয়েছিলেন, যার মধ্যে প্রধান শর্ত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি তদন্তের জন্য আরিয়ানকে যখনই ডেকে পাঠাবে, তখনই হাজিরা দিতে হয়। তবে গত রোববার এনসিবির স্পেশ্যাল ইনভেস্টিগেশন দলের ডাক পেয়েও হাজিরা দেননি আরিয়ান। জানা গেছে, আরিয়ানের শরীরে করোনা আক্রান্তের উপসর্গ দেখা গেছে। সে কারণে বাড়ি থেকে বেরোতে রাজি হননি তিনি।
জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে সরানোর পর শনিবার এই মাদক মামলার দায়িত্ব পেয়েছেন ডিডিজি এনসিবি সঞ্জয় সিং। ঘুষ নেওয়ার অভিযোগে বিভাগীয় তদন্ত চলছে ওয়াংখেড়ের বিরুদ্ধে। মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরীতে মাদক উদ্ধারের মামলায় রোববার শাহরুখ-পুত্রকে ডেকে পাঠিয়েছিল এনসিবি।
ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায়, আরিয়ানের পক্ষ থেকে তদন্তকারী সংস্থার কাছে আরেক দিন সময় চাওয়া হয়েছে। আরিয়ানের মেডিকেল রিপোর্ট দেখে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে এনসিবি। গত শুক্রবার এনসিবি অফিসে গিয়ে হাজিরা দিয়েছিলেন আরিয়ান খান। এরপর রোববার এনসিবি তাকে ডেকে পাঠিয়েছিল।
উল্লেখ্য,গত ২৮ অক্টোবর বম্বে হাইকোর্টে জামিন পেয়েছিলেন আরিয়ান। কিন্তু আদালতের নিয়ম অনুযায়ী ২ দিন পর বাড়ি ফেরেন তিনি। ১ লাখ টাকার বন্ডে আরিয়ান খানের জামিনদার হয়েছিলেন শাহরুখের বন্ধু-আইপিএল দলের পার্টনার এবং অভিনেত্রী জুহি চাওলা।