Binodon HitsHit NewsOTTSpecial

রহস্যের দুনিয়ায় একসাথে চঞ্চল-বাবু (ভিডিওসহ)

দেশে অভিনয় জগতের দুই নক্ষত্র অভিনেতা ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরী। গুণী এই দুই অভিনেতাই ভার্সেটাইল অভিনেতা। তাদের অভিনয়ে দর্শক বুদ হয়ে থাকেন। তাদের অভিনয় মুগ্ধতা ছড়ায় দর্শকদের মাঝে।



সম্প্রতি জানা গেছে এই দুই তারকা একই সাথে পর্দায় হাজির হচ্ছেন। বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম চরকিতে শিগগিরই আসছে তাদের অভিনীত ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্ম।

চরকির অফিসিয়াল ফেসবুক পেজে ওয়েব ফিল্মটির একটি পোস্টার শেয়ার করা হয়েছে। সেই পোস্টারের ক্যাপশনে লেখা আছে চঞ্চল চৌধুরী আর ফজলুর রহমান বাবু নতুন করে চেনাবে রহস্যভরা দুনিয়া।




এছাড়াও আরও লেখা আছে চরকিতে শিগগিরই আসছে ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’। জানা গেছে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

এবার দেখার দুই গুণী অভিনেতা কতটুকু রহস্য নিয়ে নিজেদের খোলাসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button