BollywoodHit NewsSpecial

মালাইকার ঈর্ষণীয় ফিগার আর গ্ল্যামারের রহস্য কী? ফাঁস হলো সিক্রেট!

বয়স প্রায় ৫০ হতে চললো। তাতে কি? মালাইকার ফিগার আর গ্ল্যামারে তরুণদের মনে এখনো জায়গা দখল করে রেখেছেন বলিউডের ‘মুন্নি’ মালাইকা অরোরা। কী খেয়ে মালাইকার ফিগার আর গ্ল্যামার এমন হলো! এবার ফাঁস হলো সেই সিক্রেট।

চা বা কফি নয়। এক কাপ ‘ইমিউনিটি ওয়াটার’ দিয়ে দিন শুরু হয় মালাইকার। গরম জলে এক কুচি আদা আর সামান্য লেবুর রস দিয়ে তৈরি হয় অভিনেত্রীর এই বিশেষ পানীয়। এর আগে প্রতিদিন সকালে খালি পেটে নিজের ওজন মাপেন তিনি। খুঁটিয়ে খুঁটিয়ে ওজন বাড়া-কমা লক্ষ্য করেন। ওজন বাড়লে সেই অনুযায়ী পদক্ষেপ নেন। কমলে অন্য তরিকা।

জলখাবারে মালাইকার পাতে থাকে অ্যাভোকাডো টোস্ট, গ্রিন স্মুদি, বেকড ডিম কিংবা মিষ্টি আলুর রোস্ট। এর সঙ্গে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি।

Malaika Arora

দুপুরে ভরপেট খাবার খান মালাইকা। কখনো মধ্যাহ্নভোজ মিস করেন না। এসময় কার্বোহাইড্রেট এবং ফ্যাট সমৃদ্ধ খাবার থাকে তার পাতে।

আর রাতে শুতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে নেন মালাইকা। এসময় পাতে থাকে হরেক রকমের খাবার। তবে শাকসবজি, ডিম অথবা মাংস এবং বিভিন্ন রকমের ডাল থাকবেই।

তারপর থেকে আর কিছু দাঁতে কাটেন না। পরদিন সকালে প্রথম খাবার মুখে তোলার আগে নিশ্চিত করেন যেন ১৬ থেকে ১৮ ঘণ্টা পেট খালি থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button