মাত্র এক হাজার টাকা পারিশ্রমিকে সিয়ামের নতুন সিনেমার চুক্তি!
সম্প্রতি সিয়াম আহমেদ ‘রাস্তা’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় পারিশ্রমিক হিসেবে নায়ক নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা। এমন তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা। আগামী জানুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। সিয়ামের এমন পারিশ্রমিক প্রসঙ্গে তারা জানিয়েছেন, এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা, নাকি জাজের প্রতি সন্মান তা আমরা জানি না।
এ বিষয়ে সিয়াম বলেন, ‘ইচ্ছে ছিল বিনা পারিশ্রমিকে কাজটি করার। কিন্তু চুক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হয়। এই টিম আমাকে অনেক কিছুই দিয়েছে, পরপর দুটি সিনেমা দিয়েছে, আমার প্রপার প্রমোশন দিয়েছে। শুরুতে আমার যা যা দরকার ছিল। এবার এটা আমার পক্ষ থেকে টিমের জন্য, জাজের জন্য, আজিজ (আবদুল আজিজ) ভাইয়ের জন্য, রাফির জন্য আমার ভালোবাসা।’
নির্মাতা রায়হান রাফি ও সিয়াম জুটি বেঁধে জাজ মাল্টিমিডিয়া হয়ে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় কাজ করেছেন।‘রাস্তা’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমা প্রযোজনার ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া।