Binodon HitsOthers

মধ‌্য রাতে আক্রমণের শিকার বিজয় সেতুপাতি

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় সেতুপাতি কয়েক দিন আগে মধ‌্য রাতে বেঙ্গালুরু বিমানবন্দরে হঠাৎ আক্রমণের শিকার হন। তুচ্ছ ঘটনা ভেবে বিষয়টি এড়িয়ে যান এই অভিনেতা। তবে এবার তাকে লাথি মারার বিনিময়ে ১ হাজার ১ রুপি পুরস্কার ঘোষণা করলেন ইন্দু মাক্কাল কাচি সংগঠনের কর্ণধার অর্জুন সামপাথ। সংগঠনটির অফিশিয়াল পেজে একটি টুইট করেন অর্জুন। এতে তিনি লিখেন—‘বিজয় সেতুপাতিকে লাথি মারার জন‌্য ১০০১ রুপি পুরস্কার ঘোষণা করা হলো। কারণ তিনি থেবার আয়াকে অপমান করেছেন। এক লাথি ১ হাজার ১ রুপি। যতক্ষণ না তিনি ক্ষমা চাইছেন, তার মধ‌্যে যে কেউ তাকে লাথি মারতে পারেন।’

এ বিষয়ে ভারতী একটি সংবাদমাধ‌্যমে অর্জুন সামপাথ বলেন, ‘হ্যাঁ আমি এই ঘোষণা করেছি। এর কারণ হলো—তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামী দেইভাথিরু পসুম্পন মুথুরামালিঙ্গা থেভর আইয়া এবং আমাদের দেশকে অপমান করেছেন।’

বেঙ্গালুরু বিমানবন্দরে যে ব্যক্তি বিজয়কে লাথি মারতে গিয়েছিল, তার নাম মহা গাধী। অর্জুন ওই ব‌্যক্তির সঙ্গে কথা বলেছেন। তা উল্লেখ করে অর্জুন বলেন, ‘আমি গাধীর সঙ্গে সরাসরি কথা বলেছি। তার কাছ থেকে জানতে পারি যে, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য বিজয়কে অভিনন্দন জানাতে গিয়েছিলেন মহা গাধী। সেই কথোপকথনে স্বাধীনতা সংগ্রামী মুথুরামালিঙ্গা এবং ভারতবর্ষকে নিয়ে ঠাট্টা মশকরা করেন বিজয়। তিনি কেবল যীশু খ্রীষ্টকেই স্রষ্টা বলে মানেন তিনি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button