‘হাম দো হামারে দো’ এই সিনেমা দিয়ে শেষ হচ্ছে কৃতি এ বছরের যাত্রা। প্রায় দুই বছর বিরতি দিয়ে এ বছর ‘মিমি’ দিয়ে ফিরেছেন কৃতি শ্যানন। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই এ নিয়ে আলোচনা শুরু হয়। আর মুক্তির পর তো কথাই নেই। রীতিমতো জনপ্রিয় হয়ে উঠে সিনেমাটি। ব্যবসাও করেছে রমরমা। এরপর তার নতুন সিনেমা ‘হাম দো হামারে দো’ মুক্তি পায় ২৯ অক্টোবর। এটিও শুরুতে আলোচনা তৈরি করলেও মুক্তির পর হতাশ হয়েছে কৃতির ভক্তরা। যদিও তারকা কাস্টিংয়ের কোনো কমতি ছিল না সিনেমায়। কৃতির বিপরীতে ছিলেন রাজকুমার রাও। এ ছাড়াও রয়েছেন পরেশ রাওয়াল ও রত্না পাঠকের মতো গুণী অভিনয়শিল্পী।
এই ছবির একমাত্র আকর্ষণ রত্না পাঠক ও পরেশ রাওয়াল জুটির অভিনয়। এই দুজনের অসাধারণ কমিক টাইমিং এখনও মুগ্ধ করে। নিজের চরিত্রে যথাসম্ভব চেষ্টা করেছেন রাজকুমার রাও। তবে আশাহত করেছেন কৃতি শ্যানন। ‘বরেলি কি বরফি’, ‘মিমি’ সিনেমার মতো জোরদার পারফরম্যান্স দেখাতে ব্যর্থ তিনি। আর ‘হাম দো হামারে দো’ সিনেমার সবচেয়ে দুর্বল জায়গা চিত্রনাট্য। নতুন কিছু দিতে পারেনি। এই সিনেমা দিয়ে শেষ হচ্ছে কৃতি এ বছরের যাত্রা। কারণ এখন পর্যন্ত এই তারকা নতুন কোনো সিনেমা মুক্তির খবর এখন পর্যন্ত নেই। তবে আগামী বছরের তালিকাটা বেশ লম্বা। এর মধ্যে রয়েছে একটি দক্ষিণী সিনেমাও।