বহুল প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর। ৪১০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটিই ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। তবে আলোচিত এই ছবি মুক্তির আগে আবারও বিতর্কিত হলেন রণবীর এবং আলিয়া।
ছবি মুক্তির আগে ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় উজ্জয়িনীর শিব মন্দিরে আশীর্বাদ নিতে যান। সঙ্গে ছিলেন রণবীর এবং আলিয়া। আর তাতেই বাধে বিপত্তি। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের সামনে পৌঁছনোর পর তাদের অভ্যর্থনা জানানো হলেও কিছুতেই মন্দিরে ঢোকার অনুমতি পাননি রণলিয়া।
১১ বছর আগে গোমাংস নিয়ে করা রণবীরের একটি মন্তব্যকে তুলে ধরে বিক্ষোভ শুরু করেন হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা।
২০১১ সালে ‘রকস্টার’ ছবির প্রোমোশনের সময় একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমার পরিবার পেশোয়ারের। ফলে পোশায়ারি খাবারের সঙ্গে পরিচিত আমি। মটন, পায়া এবং গোমাংসও ভালোবাসি। গোমাংসের বড় ভক্ত আমি।”
নেট দুনিয়ায় এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। বিস্ফোরক এই মন্তব্যের জের ধরে নতুন ছবিটি বয়কটেরও দাবি উঠে।
এমন মন্তব্যের পর আলিয়া, রণবীর, অয়ন মন্দিরে প্রবেশ করার চেষ্টা করলে বজরং দলের কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুপক্ষের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটে।
শেষে উপায় না পেয়ে রণবীর এবং আলিয়া মন্দিরে ঢোকেননি। একমাত্র ছবির পরিচালক অয়নই মন্দিরে ঢুকে পূজা দিয়ে আশীর্বাদ কামনা করেন।
সূত্র: আনন্দবাজার