Binodon HitsBollywoodHit News

বিয়ে নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

রিয়েলিটি শো কফি উইথ করণ-এর এক পর্বে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, অনস্ক্রিনে ভিকি কুশলের সঙ্গে তার জুটি বেশ মানাবে। আর সেই দিন থেকেই গুঞ্জন চলছে ক্যাটরিনা-ভিকি’র প্রেম নিয়ে। কিন্তু এ সম্পর্ক কেবল রহস্যই থেকে গেছে।

বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। এবার ভারতের অন্যতম এ শীর্ষ সংবাদমাধ্যমটি জানাল, সম্পর্কের পরবর্তী ধাপে যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন!

ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরে প্রকাশ, বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এ যুগল। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তারা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে।

এ খবর প্রকাশের পরেই অন্তর্জালজুড়ে ভিকি-ক্যাটের ডিসেম্বরের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ভক্তরা রাজকীয় বিয়ের আয়োজন দেখার জন্য উন্মুখ।

তবে আজ বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তাহলে গুঞ্জনের কী হেতু, এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ প্রশ্ন শুনছেন।

ভারতের দুই শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের দুরকম বিশেষ প্রতিবেদনের পর ভিকক্যাটের ভক্তরা একটু দমে গেলেও হাল ছাড়ছেন না। তারা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button