Hit NewsHollywoodSpecial

বিরল রোগের ঝুঁকিতে ক্রিস হেমসওয়ার্থ (ভিডিও)

থর খ্যাত হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। হঠাৎ করেই এ ঝুঁকির বিষয়টি জানতে পেরে অভিনেতাও বেশ হতবম্ভ হয়ে গেছেন এবং অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন।

৩৯ বছর বয়সী ‘থর’ তারকা বলেছেন, ডিজনি প্লাসের ডকুমেন্টারি সিরিজ ‘লিমিটলেস’ এর অংশ হিসেবে একটি পরীক্ষা করানোর পর তার শরীরে এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ধরা পড়েছে। বংশগত কারণে শরীরে আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, মা-বাবার সূত্রে এপিওইফোর জিনের দুটি কপি এসেছে তার শরীরে। ভ্যানিটি ফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিম হেমসওয়ার্থ বলেন, তিনি পৃথিবীর সেই ২-৩ শতাংশ মানুষের মধ্যে একজন, যারা এই জিন না থাকা ব্যক্তিদের চেয়ে দশ গুণ বেশি আলঝেইমারসের ঝুঁকি বহন করছেন।

সাক্ষাৎকারে ক্রিস বলেন, হঠাৎ করেই এই ঝুঁকির বিষয়টি জানতে পেরেছেন। ক্রিস নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করিয়েছেন এবং দীর্ঘায়ু অর্জনের ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার উপায় খুঁজছেন।

ক্রিস হেমসওয়ার্থ বলেন, ‘আপনি যদি আলঝেইমারস রোগের প্রতিরোধ ব্যবস্থার দিকে তাকান, তাহলে দেখবেন এটি আপনার বাকি জীবনের উপরেও প্রভাব ফেলবে। পর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা কমানো, পুষ্টি গ্রহণ, চলাফেরা-ফিটনেস সবকিছুর দিকেই মনোযোগ দিতে হবে। আর এই নিয়ম মেনে চলায় ধারাবাহিকতাও বজায় রাখতে হবে।’

জর্জ মিলারের আসন্ন ম্যাড ম্যাক্স চলচ্চিত্র ‘ফিউরিওসা’য় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। ছবিটির শ্যুটিং শেষ হয়েছে এ মাসেই। ‘লিমিটলেস’ এর প্রচারণার ভ্রমণের পালা শেষেই অভিনয় থেকে বিরতি নেবেন তিনি। অস্ট্রেলিয়ার বায়রন বে শহরে নিজের জীবনসঙ্গী ও তিন ছেলেমেয়ের সঙ্গে ছুটি কাটাবেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বাড়িতে যাব কিছুদিন সুন্দর সময় কাটাতে। আমার স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকতে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button