Binodon HitsBollywoodHit News

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নোরা (ভিডিও)

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। বলিউডে ইতিমধ্যে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন, কুড়িয়েছেন দর্শকপ্রিয়তা। অনেক গানে নেচে দর্শকের প্রসংসা কুড়িয়েছেন তিনি। তার চাকচিক্য জীবনের আড়ালেও যে অন্ধকার অতীত লুকিয়ে ছিল সেটা নিজ মুখেই স্বীকার করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘ইনভাইট ওনলি’ নামক একটি টকশোতে উপস্থিত হয়ে নোরা তার প্রাক্তন প্রেমিক অঙ্গদ বেদির সমালোচনা করেছেন। নোরা বলেছেন, বিচ্ছেদের যন্ত্রণা খারাপ ছিল। প্রতিটি মেয়েকে তার জীবনে এমন পর্যায়ে যেতে হয়। ব্রেকআপের পর বেশ কয়েক দিন আমি কেঁদেছিলাম। এমনকি কাজও করিনি।

নোরা আরও বলেন, দুই মাসের ডিপ্রেশন কাটিয়ে উঠে কাজে ব্যস্ত হয়ে যাই। কাজ ওই সময়ের অন্ধকার জীবন থেকে উদ্ধার করেছিল। ২০১০ সালে অঙ্গদ বেদি বিয়ে করেন নেহা ধুপিয়াকে।

বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। এ ছাড়াও তিনি আরও নতুন কিছু সিনেমা ও আইটেম গানে অভিনয় করছেন বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button