ব্রহ্মাস্ত্র মুক্তি পাওয়ার আগে থেকেই এর বক্স অফিস কালেকশন কত হতে পারে, তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছিল নেটিজেনদের মধ্যে। কেউ বলেছিলেন এত প্রচার সব জলেই যাবে। বক্স অফিসে ব্যর্থ হবে ‘ব্রহ্মাস্ত্র’। আবার ব্লকবাস্টার হিট হওয়ার আভাস পাওয়া যাচ্ছিলো। সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ইতোমধ্যেই জানা গিয়েছে, প্রথম দিনে শুধুমাত্র হিন্দি ভার্সনের বক্স অফিসে রণবীর এবং আলিয়া অভিনীত ব্রহ্মাস্ত্র ব্যবসা করেছে প্রায় ৩৭ কোটি রুপি।
কোনো উৎসব ছাড়াই মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। আর তাতেও বাজিমাত করেছে এই ছবিটি। এদিন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করেছে ব্রহ্মাস্ত্র, সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। অয়ন লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র প্রথম দিনের বক্স অফিস কালেকশন বিশ্বজুড়ে ৭৫ কোটি রুপি।
অয়ন আরও লেখেন, যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমনই ছবি দেখতে যাওয়ার সংস্কৃতি ধরে রাখুন। পরবর্তী কয়েক দিনের দিকে তাকিয়ে রয়েছি।’
প্রসঙ্গত, ৪১০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ ছবিটি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই সিনেমাটি তার এই কালেকশন ধরে রাখতে পারে কিনা।