Binodon HitsBollywoodHit News

প্রশংসায় ভাসছেন কৃতি, ফাঁসতে যাচ্ছেন নোরা! (ভিডিওসহ)

দুটি খবর নিয়ে বলিপাড়ায় জোর আলোচনা চলছে। প্রথমটি হলো প্রশংসায় ভাসছেন কৃতি স্যানন! কিন্তু কেন? সেটাই জানাবো আপনাদের। অন্য খবরটি নোরা ফাতেহিকে নিয়ে। এবার বিপদে পড়তে যাচ্ছেন নোরা ফাতেহি। তার বিরুদ্ধে হতে যাচ্ছে মানিলন্ডারিং এর মতো মামলা। তাহলে চলুন চলে যাই পুরো খবরে।




প্রথমেই চলে যাই কৃতি স্যাননের কাছে। প্রশংসায় ভাসছেন কৃতি স্যানন। বলিউডের এই অভিনেত্রী ভক্তের আবদার মিটিয়ে প্রশংসায় ভাসছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কৃতি স্যানন। অনুষ্ঠানস্থল থেকে বের হতেই তার ছবি ও ভিডিও নেওয়ার আবদার করেন উপস্থিত ফটোসাংবাদিকরা। এর মধ্যে এক খর্বাকৃতির ভক্তও এই অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। এরপর কৃতি যা করলেন তা দেখে উপস্থিত সবাই বেশ অবাকই হয়েছেন।

সেই ভক্তের সঙ্গে নিজেই সেলফি তোলেন কৃতি। শুধু তাই নয়, ভালোভাবে ছবি তোলার জন্য বসেও পড়েন তিনি।



সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছে। সেই পোস্টের নিচে কৃতির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

অন্যদিকে নোরা ফাতেহি তো এবার ফাঁসতে বসেছেন। মানিলন্ডারিং মামলায় ফাঁসতে যাচ্ছেন তিনি। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মানিলন্ডারিং মামলায় এই অভিনেত্রীকে ফের জিজ্ঞাসাবাদ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে নোরাকে প্রায় ৫০টির মতো প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে ছিল— সুকেশের কাছ থেকে তিনি কী উপহার নিয়েছেন, কার সঙ্গে কথা বলেছেন, তাদের কোথায় দেখা হয়েছে ইত্যাদি।



গত বছরও নোরাকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি। তখন জানা যায়, সুকেশ অভিনেত্রী নোরা ফাতেহিকে বিএমডাব্লিউ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। পাশাপাশি তার কাছ থেকে হীরার গহনা ও দামি ব্যাগও উপহার পেয়েছেন এই কানাডিয়ান-মরক্কান অভিনয়শিল্পী। এসব কারণেই ফাঁসতে যাচ্ছেন তিনি।

এখন আপনার কাছে কৃতি স্যাননের এই কাজ কেমন লেগেছে এবং নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ কিনা কমেন্টে জানাতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button