পূজার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাকিব খান (ভিডিও)
ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। তবে সিনেমার জন্য নয়; তার ব্যক্তিজীবন নিয়ে।
দিন কয়েক আগেই অভিনেত্রী বুবলীর সঙ্গে বিয়ে ও তাদের বাচ্চার খবর প্রকাশ্যে এনেছেন। এসব খবরের মাঝেই ছড়িয়েছে আরেক খবর। আর সেটি হলো ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শুধু প্রেম নয়, তাদের বিয়ের বিষয়টিও প্রকাশ পায়।
বিভিন্ন গণমাধ্যম যখন এমন খবর প্রকাশে ব্যস্ত, ঠিক সে সময় শাকিব খান মুখ খুললেন তার আর পূজার সম্পর্কের ব্যাপারে।
শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,’ এখন আবার পূজা চেরীর নাম আনা হচ্ছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?
এসব যারা করছে সেসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কীসের প্রমাণ?’
শাকিব খান আরও লিখেছেন, যারা মিথ্যে অপপ্রচার চালিয়ে এমন নিউজ করেছে তাদের তালিকা করছেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট উল্লেখ করেন, শাকিবের আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।