পুনীতের মৃত্যু: ১৮০০ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বিশাল
অভিনেতা পুনীত রাজকুমারের আকস্মিক মৃত্যুতে ভক্তরা স্তব্ধ। পুনীত রাজকুমার যে শুধু সুপারস্টার ছিলেন তাই নয়, ছিলেন একজন সমাজকর্মীও। তিনি ১৮০০ শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করতেন। তার প্রয়াণে ওইসব শিক্ষার্থীদের জীবনে অনিশ্চয়তা নেমে আসে। এবার সেই অনিশ্চয়তায় আশার আলো দেখালেন তামিল অভিনেতা বিশাল। তার ছবি ‘এনিমি’র প্রচারণা অনুষ্ঠানে এই ছাত্রছাত্রীদের পাশে থাকার কথা দিয়েছেন তিনি।
বিশাল বলেন, ‘পুনীত রাজকুমার শুধু ভালো অভিনেতাই নন, ভালো বন্ধুও। তার মতো সুপারস্টারকে আমি এরকম মাটির মানুষ হতে আর দেখিনি। তিনি অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আমি কথা দিচ্ছি ১৮০০ ছাত্রছাত্রীর পাশে থাকার যাদেরকে বিনামূল্যে পড়ালেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন পুনীত রাজকুমার।’
পুনীত রাজকুমারের হঠাৎ মৃত্যুর খবরে শোকাহত পুরো চলচ্চিত্র অঙ্গন সহ তার লক্ষ কোটি ভক্তরা। মাত্র ৪৬ বছর বয়সে তার চলে যাওয়াকে কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কেউ!
উল্লেখ্য, শুক্রবার (২৯ অক্টোবর) জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনীত রাজকুমার। এরপর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।