Binodon HitsBollywoodHit News

নোরা ফাতেহির অজানা কাহিনী (ভিডিও)

বলিউডে অন্যতম সফল অভিনেত্রী ও ড্যান্সার নোরা ফাতেহি। একের পর এক মিউজিক ভিডিওতে তার নাচের পারদর্শীতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন নোরা। এই সাফল্য সহজে আসেনি। বহু পরিশ্রমের পর বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়েছে। নোরা ফাতেহির অজানা কিছু কাহিনী রয়েছে যা জানলে অবাক হবেন আপনিও।

সম্প্রতি নোরা ফতেহি বলেন, ‌একদিন মাত্র ৫ হাজার টাকা পকেটে নিয়ে ভারতে এসেছিলাম। বলিউডে স্থান করে নেওয়া কখনই সহজ নয়। তার উপর একজন কানাডার বাসিন্দা হিসাবে নতুন দেশে এসে মানিয়ে নেওয়া, চলার পথটা সহজ ছিল না কোনোদিনই।

এক সাক্ষাৎকারে নোরা বললেন, যে এজেন্সির সঙ্গে মুম্বাইতে কাজ করতাম, তারা সপ্তাহে মাত্র ৩ হাজার টাকা করে দিত। সেই সীমিত টাকাতেই মুম্বাইয়ের মতো শহরে দিনের পর দিন স্ট্রাগল করেছেন তিনি।

কিন্তু শত কষ্টের মাঝেও নিজের প্যাশনকে ভুলে যাইনি নোরা। দিনের পর দিন নাচ অভ্যাস করেছেন। চালিয়ে গিয়েছেন শরীরচর্চা। একের পর এক অডিশনে গিয়েছেন তিনি। রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। অবশেষে বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পান তিনি। সেই ভিডিও থেকেই মেলে জনপ্রিয়তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button