অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘সূর্যবংশী’ গতকাল মুক্তি পায়। আগে থেকেই বাণিজ্য বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, পরিচালক রোহিত শেঠির সিনেমা বক্স অফিস বাজিমাত করবে। কারণটা পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। রোহিতের সিনেমা মানেই বক্স অফিসে শত কোটি।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ভারতের বক্স অফিসে ‘সূর্যবংশী’ এক দিনে সংগ্রহ করেছে ৩০ কোটি রুপির মতো। সংগ্রহের সীমা ২৮.৫ থেকে ৩১ কোটি রুপির মধ্যে। এমনিতেই রোহিত শেঠির সিনেমা মুক্তির দিনে ২০ থেকে ২৫ কোটি রুপি সংগ্রহ করে। বক্স অফিস ইন্ডিয়া সূত্র বলছে, এ সিনেমা মুক্তির দিন সংগ্রহ করেছে ২৬.৫০ থেকে ২৭ কোটি রুপি (নেট)। মুক্তির দ্বিতীয় দিনে আজ সিনেমাটি ২৫ কোটি রুপি সংগ্রহ করতে পারে বলে পূর্বাভাস বক্স অফিস ইন্ডিয়ার।
ইন্ডিয়া ডটকমের খবর, অক্ষয়-ক্যাটরিনার এ সিনেমা নিয়ে অন্তর্জালে তুমুল আলোচনা চলছে। সাড়ে তিন হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পাওয়া ‘সূর্যবংশী’-কে ‘ব্লকবাস্টার হওয়ার পথে’ বলেছেন বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ। অন্যদিকে, কোনও কোনও নেটিজেন এ সিনেমাকে ‘গার্বেজ’ বলেছেন।
সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছাড়া অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর, জাভেদ জাফরি প্রমুখ। অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা গেছে।