BollywoodHit News

নতুন ভাবে দিলরুবারূপে নিজেকে প্রকাশ করেছেন নোরা ফাতেহি

জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ তাঁর বেলি ড্যান্স দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে বেশ পটু মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নজরকাড়া নাচে দক্ষ এ অভিনেত্রীকে সবাই এত দিন চিনত ‘দিলবারকন্যা’ হিসেবে। তবে এবার তিনি বোধ করি দিলরুবা নামেই পরিচিত হবেন।

আজ অন্তর্জালে মুক্তি পেয়েছে একই সিনেমার দ্বিতীয় কিস্তির গান ‘কুসু কুসু’। আর সেখানে দিলরুবারূপে নিজেকে প্রকাশ করেছেন নোরা ফাতেহি। তাঁর নাচে পাগলপ্রায় নেটিজেনরা। হাজারও প্রশংসাসূচক মন্তব্য পড়ে বুক ভরে যাবে নোরারও। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার গান ‘কুসু কুসু’। জারা খান ও দেব নেগির গাওয়া এ গান প্রকাশমাত্রই অন্তর্জালে ঝড় বয়ে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজও উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক পাতায় জানিয়েছে ছয় ঘণ্টায় ছয় মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। এ প্রতিবেদন যখন পড়ছেন, তখন ইউটিউবে চোখ বুলালে দেখবেন কয়েক গুণ বেশি ভিউ। নোরা ফাতেহির সেই আগুনঝরা নাচ। সংগীত পরিচালনা করেছেন এ সময়ের আলোচিত তানিশক বাগচি। জন আব্রাহামকেও দেখা গেছে গানের ভিডিওতে। গানের কথা লিখেছেন তানিশক।

অ্যাকশন ড্রামা ‘সত্যমেভ জয়তে টু’তে এবার দেখা যাবে অনুপ সোনি, হর্ষ ছায়া, গৌতমী কাপুরকে। সঙ্গে দিব্যা খোসলা কুমারের প্রত্যাবর্তন। জন আব্রাহামকে দেখা যাবে তিন ভূমিকায়। সিনেমাটি মুক্তি পাবে আসছে ২৫ নভেম্বর। বলিউডপ্রেমীদের তর সইছে না!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button