Binodon HitsDhallywood

দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না, আমরা পরকীয়া করিনি: রাকিব

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি চলতি বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব এর সাথে বিয়ের খবর প্রকাশ্যে আনেন। সম্প্রতি তারা উঠেছেন ঢাকার নতুন বাসায়। মাহির এই বিয়ে নিয়ে শোবিজ পাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায় হয়েছে নানা আলোচনা-সমালোচনা। গুঞ্জন রটে, রাকিব পূর্বের স্ত্রীকে না জানিয়েই মাহিকে বিয়ে করেছেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন রাকিব। সেসময় বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন তিনি। কথা বলেননি মাহিও। অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাকিব।

অনেক চেষ্টা করেও পূর্বের সংসার টিকিয়ে রাখতে পারেননি জানিয়ে রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি, আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি। আর সারা দিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি, সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করেও সবকিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে।’ সন্তানদের প্রসঙ্গে টেনে রাকিব বলেন, ‘আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারো পোঁড়ে না! আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো আর না বেঁচে থাকলে আপনাদের দু’দিনের আফসোস ওদের কোনো উপকারে আসবেনা আমি জানি।’

মাহিকে বিয়ে করার প্রসঙ্গে তিনি বলেন, ‘বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি… দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না। আমরা কিন্তু পরকীয়া করিনি আলোচনা করে আবদ্ধ হয়েছি।’

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। গত ১৩ সেপ্টেম্বরের শুরুতেই রাকিবকে বিয়ে করেন মাহি। আর রাতেই ‘সারপ্রাইজ’ হিসেবে ফেসবুকে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই চিত্রনায়িকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button