দেশে ফিরেই রাস্তায় ভক্তদের কবলে শাকিব খান
বুধবার (১৭ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবার পর তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত।
দেশে ফিরেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন শাকিব খান। এরপর বলেন, ‘সবাই যে আমাকে এত মিস করেছে, তা দেখে সত্যিই আমি বাকরুদ্ধ। কী বলবো! আমিও ভীষণ মিস করেছি। একটু পরপর এয়ারহোস্টেজকে জিজ্ঞেস করছিলাম, ঢাকায় নামতে আর কতক্ষণ লাগবে? আমার মধ্যেও কিন্তু একই উত্তেজনা কাজ করেছে।’
এদিকে বিমানবন্দরের বাইরে অবস্থান করছিলেন তার ভক্তরা। গাড়ি নিয়ে বিমানবন্দরের বাইরে আসতেই তাকে ঘিরে ধরেন ভক্তরা।
এসময় শাকিব খান গাড়ির উপরে উঠে সবার সাথে কুশল বিনিময় করেন। প্রিয় নায়ককে একবার ছুয়ে দেখতে সাধারণ জনতা ভীর করেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ কষ্ট করতে হয় সবাইকে নিয়ন্ত্রন করতে।