বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেতা। ভারতের টিভি রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। যার দরুণ পায়ের শিরা কেটে যায় তার। এরপর তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।
বরেণ্য এই অভিনেতা রোববার তার সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কথা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন: ‘কেবিসির সেটে একটি ধারালো ধাতুতে পায়ের শিরা কেটে যায়; সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। পরে সহকর্মীদের সাহায্যে কোনোরকমে হাসপাতালে গিয়ে পৌঁছাই। পায়ে সেলাই পড়েছে।’
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যেই শুটিংয়েও ফিরেছেন অমিতাভ বচ্চন। তবে এখনও পুরোপুরি সুস্থ হননি। ডাক্তার পায়ে ভর দিয়ে দাঁড়ানো, হাঁটাচলা করতে নিষেধ করেছেন।
দিন কয়েক আগেই অমিতাভের জন্মদিনে তাকে চমকে দিতে কেবিসির মঞ্চে উপস্থিত হয়েছিলেন জয়া এবং অভিষেক বচ্চন। বিগ বি-কে নিজের হাতে মিষ্টিও খাইয়ে দিয়েছিলেন জয়া। স্ত্রী ও পুত্রকে কাছে পেয়ে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা।