মাদককাণ্ডে টানা ২২ দিন জেলে থাকার পর সম্প্রতি ঘরে ফিরেছেন ছেলে আরিয়ান। দীর্ঘ মানসিক ধকলের পর অবশেষে উদযাপনের মেজাজে খান পরিবার। আজ ৫৬ বছরে পা রাখলেন শাহরুখ। জন্মদিনটা ঘরোয়াভাবেই কাটবে কিং খানের। গত এক মাস পাঠানসহ সব ছবির কাজ বন্ধ রেখেছিলেন শাহরুখ। তবে নিজের জন্মদিনের দিন কয়েকের মধ্যেই ১৩ নভেম্বর, আরিয়ানের জন্মদিন। ছেলের জন্মদিন কাটিয়েই কাজে ফেরার ভাবনা রয়েছে বাবা শাহরুখের।
গত বছর জন্মদিনে এক বিশেষ উপহার পেয়েছিলেন শাহরুখ খান। দুবাইয়ের বুর্জ খলিফা ‘হ্যাপি বার্থডে শাহরুখ খান’ বলে আলোকিত করা হয়। এবার কী চমক থাকছে?
এক নজরে শাহরুখ খান
১৯৬৫ সালের ২রা নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ।
১৯৮৮ সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যু রাই চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ।
১৯৮৯ সালে সার্কাস সিরিয়ালে তিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন, যেটি ছিল একজন সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত।
বাবা-মার মৃত্যুর পর নতুন জীবন শুরু করার লক্ষ্যে শাহরুখ নয়াদিল্লি ছেড়ে মুম্বাই পাড়ি জমান।
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা’ ছবি দিয়ে আত্মপ্রকাশ।
১৯৯৩ সালে বাজিগর ও ডর ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন এবং বাজিগর ছবির জন্য কেরিয়ারের প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন।
১৯৯৫ ছিল তার জন্য খুব সাফল্যের বছর। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বক্স অফিস রেকর্ড ভাঙে। ছবিটি ৫২০ সপ্তাহের বেশি প্রদর্শিত হয়। ভারতের সবচেয়ে হিট ছবি হিসাবে ধরা হয়। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের সঙ্গে তুলনা করা হয় শোলের সঙ্গে যা ২৬০ সপ্তাহ চলেছিল।
উল্লেখযোগ্য ছবি পরদেশ, দিল তো পাগল হ্যায় (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), মোহাব্বতে (২০০০), কভি খুশি কভি গাম… (২০০১), কল হো না হো (২০০৩) এবং বীর-জারা(২০০৪)। এছাড়া অন্যান্য পরিচালক যেমন, আজিজ মির্জার ইয়েস বস (১৯৯৭), মনসুর খানের জোশ (২০০০) এবং সঞ্জয় লীলা বনশালির দেবদাস (২০০২) ব্যবসায়িক দিক থেকে দারুণ সফল হয়।
হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী সম্মান ভূষিত করেন। রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর অন্যতম অংশীদার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক। অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন শাহরুখ। ১৩ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। এর মধ্যে সাতটিই সেরা অভিনেতার পুরস্কার। যা এক অনন্য নজির।