Binodon HitsTelevision

‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ তে ১১ তারকা

দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নজর এখন তারকাদের দিকে। যেটি প্রচার ও গ্রাহক আকর্ষণের ভিন্ন পদ্ধতি। দেশের জনপ্রিয় আরও এক ই-কমার্স প্রতিষ্ঠান এবার তারকাদের নিয়ে একটি লাইভ অনুষ্ঠান আয়োজন করেছে। যেটিকে মূলত ক্যাম্পেইন বলা হচ্ছে। যার শিরোনাম ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’।

যেটি চলবে ১১ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে প্রতিদিন রাত ১১টায়। এর মধ্যে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন জয়া আহসান। গতকাল আয়োজনে ছিলেন সোহানা সাবা ও ইফতেখার রাফসান।

৩ অক্টোবর থেকে পর্যায়ক্রমে থাকবেন শাওন-টয়া, মেহজাবিন চৌধুরী, আফরান নিশো, অপু বিশ্বাস, মিশু-পলাশ, তানজিন তিশা, পূর্ণিমা ও শাকিব খান। আয়োজনটি পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। উপস্থাপনায় রয়েছেন রাফসান সাবাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button