Binodon HitsDhallywoodSpecial

‘ঢাকা ড্রিম’ চলছে ৬ সিনেমা হলে

ঢাকামুখী প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে সিনেমা—‘ঢাকা ড্রিম’। সিনেমাটি আজ শুক্রবার (২২ অক্টোবর) রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জের ছয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা প্রসূন রহমানের ভাষ্য, ‘উন্নত জীবনের সন্ধানে অসংখ্য কারণে আমাদের অনেকের ঢাকা শহরে আসতে হয়। এর মধ্য থেকে আমরা ১০টি উল্লেখযোগ্য কারণ এ সিনেমায় দেখানোর চেষ্টা করেছি। সেখানে থাকছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শো’র প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের গল্প।’

‘ঢাকা ড্রিম’ সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন এবং ফারুক আহমেদসহ অনেকে।

দেশে মুক্তির আগেই সিনেমাটি একাধিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। সিনেমাটির কনটেন্ট পার্টনার বাংলাঢোল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button