BollywoodDance and SongHit NewsSpecial

ঢাকায় এসেও কেন নাচলেন না নোরা? (ভিডিও)

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির ঢাকায় আগমন নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তার ভক্তরা। নানা জল্পনা আর অনিশ্চয়তা দূর করে শুক্রবার দুপুরে ঢাকায় পা রাখেন এই বলিউড তারকা। এরপর সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি।

তবে মঞ্চে উঠলেও নাচের কোনো পরিবেশনায় অংশ নেননি তিনি। দর্শকরা যখন ‘নোরা নোরা’ বলে চিৎকার করছিলেন, তখন নাচের ছন্দে এসেই থেমে যান তিনি। এতে হতাশ হন তার ভক্তরা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় চলছে সমালোচনা।

নির্ধারিত প্রবেশমূল্যের বিনিময়ে বলিউড তারকাকে দেখার সুযোগ করে দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। অনুষ্ঠানের জন্য তিন ধরনের টিকিটমূল্য ধার্য করা হয়েছিল। এরমধ্যে ছিল ভিআইপি ১০ হাজার টাকা, গোল্ড ৫ হাজার ও সিলভার ৩ হাজার টাকা।

মঞ্চে এসেও কেন নাচলেন না নোরা–এমন প্রশ্ন ছিল অনেক দর্শকের মনেই। এ প্রসঙ্গে উইমেন লিডারশিপ করপোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।’

শনিবার ভোরে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন নোরা ফাতেহি। সেখানে অংশ নেবেন ফুটবল বিশ্বকাপের আয়োজনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button